যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্যকে নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন বিষয়ে মডিউল-১ এর উপর ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার, ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: তানভীর হাসান জিকো, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার।
প্রশিক্ষণে ৫২ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন সুস্থ্য শিশু দেশের সম্পদ। গর্ভবতী মায়েদের যত্ন নিলে সুস্থ্য সবল জাতি গড়ে উঠবে। গর্ভকালীন সময়ে মায়েদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। https://www.bdchannel4.com/2024/12/31/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%97%e0%a7%8d/?fbclid=IwY2xjawHw1lJleHRuA2FlbQIxMQABHQdScu9Bv1RuuK2bui6gEMsslLnjziVBqMNcJfB35JR8rANixf8ne5DWHQ_aem_VFU42tnRT54_afiXxcUlwA
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস