কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৮ মার্চ) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
এদিন দুপুরে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
সুবর্ণ কথনের পরিচালক ও আবৃত্তিকারক বাসিরুল আমিন সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গীতা রানী ঘোষ, সিনিয়র শিক্ষক বীথি রানী মোদক প্রমুখ।
আলোচনা সভায় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। swadeshkantha24.com/archives/4022?fbclid=IwAR10Qd1JL4XxPF1omU_SaSUa7OCHjUPVWTgjLIgtYntau4vyyAqhLgQSLRg
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS