বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। মহিলা বিষয়ক অধিদপ্তর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ কর্তৃক গত ৩ বছরে ভিডব্লিউবি কার্যক্রমের মাধ্যমে ৩৯১৮ জন দরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১,০৮০ জন নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। ৭০০ জন কর্মজীবী নারীকে ল্যাকটেটিং ভাতা সহায়তা প্রদান করা হয়েছে। ৩৮ জন নারীকে ৪,২০,০০০/- টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। ২ টি সমিতির মধ্যে৭৫,০০০/- টাকা অনুদান বিতরণ করা হয়েছে। । ৩৬ জন নারীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে ৫টি ক্যাটাগরীতে গত ৩ বছরে ১৫ জন নারীকে “উপজেলা পর্যায়ে সর্ব শ্রেষ্ট জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS